রংপুর বিভাগের আট জেলায় কারফিউ শিথিলের সময় আরো ১ ঘণ্টা বাড়িয়ে ১৬ঘন্টা করা হয়েছে। আজ (২৮ জুলাই) সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।
রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। এই নির্দেশনার আওতায় থাকবে রংপুর জেলা, পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা।
রংপুর নগরীতে লোকজনের চলাচল ও যানবাহনের সংখ্যা বেড়েছে। ঘর থেকে বাইরে বের হয়ে প্রয়োজনীয় কাজ সারছেন সাধারণ মানুষ। দূরপাল্লা, আন্তঃজেলা ও উপজেলা রুটে বাস চলাচল শুরু হয়েছে। নগরবাসীর মধ্যে কমতে শুরু করেছে আতঙ্কও ।
দ্রুতই সব কিছু স্বাভাবিক হয়ে যাবে বলে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, মহানগরসহ জেলায় সার্বিক পরিস্থিতি সন্তোষজনক। কারফিউ শুরুর পর থেকে রংপুরে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ছাড়াও বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা কাজ করছেন।