বলিউডের সেলিব্রিটি জুটির মধ্যে অন্যতম রণবীর-আলিয়া জুটি। কিন্তু রণবীরের স্ত্রী হিসেবে পরিচিত নয় আলিয়া। তিনি জানালেন তার আসল পরিচয় কী। রণবীরের স্ত্রী নয়, বরং কোন ভূমিকায় নিজেকে সবার প্রথমে রাখেন অভিনেত্রী?
সম্প্রতি মেটা গালায় আলিয়ার সাজ নজর কেড়েছে সবার। কর্মজীবনে একের পর এক সাফল্য পেয়েছেন আলিয়া। তিনি যে বিশ্বমানের অভিনেত্রী,তা ভালোভাবেই জানেন রণবীর। । তবে তিনি ‘অভিনেত্রীকে’ কিংবা ‘রণবীরের স্ত্রীকে’ নয়, বরং যে ভূমিকায় নিজেকে সবার প্রথমে রাখতে চান, সেটিই সম্প্রতি জানালেন আলিয়া।
পাশাপাশি স্বামীকে নিয়ে অজানা তথ্য প্রকাশ্যে আনেন তিনি। আলিয়ার কথায়, আসলে আমরা দুজনে আলাদা মানুষ। সাফল্য ও ব্যর্থতা— দুটি গ্রহণ করার পদ্ধতিও আমাদের আলাদা। কিন্তু মেয়ের জন্মের পরই আমরা একটি সিদ্ধান্তে আসি যে, মেয়েকে একা ছাড়ব না কখনো। রাহাকে কখনো আমি দেখব, কখনো রণবীর। যার যখন কাজ থাকবে, অন্যজন ছুটি নিয়ে আমরা সন্তানের কাছে থাকব। এভাবেই পরিকল্পনা করে রেখেছি।