সাভারে নয়ারহাটে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এর নিটার ডিবেটিং সোসাইটি কর্তৃক আয়োজিত ১৪তম ব্যাচের ওরিয়েন্টেশন নান্দনিক আঙ্গিকে অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৮শে জানুয়ারি) দুপুর ২ টায় নিটার কনফারেন্স রুমে নিটার ডিবেটিং সোসাইটির নবাগত ১৪তম ব্যাচের ওরিয়েন্টেশন আয়োজিত হয়। রম্য বিতর্ক এবং আনন্দদায়ক পরিবেশে সকলে অংশগ্রহণ করে। ওরিয়েন্টেশন প্রোগ্রামের মূল আকর্ষণ ছিল “এই সংসদ নিটারের প্রেম নিটারেই শেষ হওয়ায় অনুতপ্ত” – এ বিষয়ে রম্য বিতর্ক প্রতিযোগিতা। সরকারি দলের বক্তারা ছিলেন শামস হোসেন আল নেওয়াজ (১২ ব্যাচ), নাফিস ইরাম (১৩ ব্যাচ) এবং রিদওয়ান ইসলাম পর্ব (১৩ ব্যাচ)। বিপক্ষে ছিলেন সিফার হায়দার (১২ ব্যাচ) , তানসির উদ্দিন রুহান(১৩ ব্যাচ) এবং অঙ্কিতা পোদ্দার তিথি (১৩ ব্যাচ)।
এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নিটারের পরিচালক ড. আশেকুল আলম রানা। পাশাপাশি নিটার ডিবেটিং সোসাইটির প্রেসিডেন্ট মোহাম্মদ উল্লাহ আবরার(১০ম ব্যাচ), ভাইস প্রেসিডেন্ট মাহমুদুল হাসান জিহাদ(১০ ব্যাচ), অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি ঋত্বিক দাস তূর্য (১০ ব্যাচ) এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি রাজিন মাহমুদ(১১ ব্যাচ) ও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে ছিলেন ডিবেট এবং ওয়ার্কশপস সেক্রেটারি নবনীতা ঘোষ স্বপ্নীল (১১ ব্যাচ)।
বক্তারা অনুষ্ঠানে আগত নবাগত শিক্ষার্থীদের মধ্যে বিতর্কের উপকারিতা প্রয়োজনীয়তা এবং একজন আত্মবিশ্বাস সম্পন্ন বক্তা হয়ে ওঠার গুরুত্ব তুলে ধরেন। শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক নিয়ে উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা যায়।