রাজধানীর ডেমরায় গ্যারেজে ‘রহস্যজনক’ আগুনে জার্মানি থেকে আনা লাক্সারিয়াস মানের লন্ডন এক্সপ্রেসের ১৪টি বাস আগুনে পুড়ে অঙ্গার হয়ে গেছে। বাসগুলো ডেমরার ধার্মিক পাড়া এলাকায় গ্যারেজে পার্ক করা ছিল। তবে এতে কেউ হতাহত হয়নি।
সোমবার (১ এপ্রিল) রাত ৮টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় ৯টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় বাসগুলো।
বাসগুলো আগুনে পুড়ে যাওয়ার ঘটনাকে রহস্যজনক বলছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
আগুন লাগার পর ঘটনার কারণ উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট। তারা আলামত সংগ্রহ করছে।
ডিএমপির ওয়ারী বিভাগের পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, একসাথে ১৪ বাস পুড়ে যাওয়ার বিষয়টিকে অস্বাভাবিক। দুর্ঘটনা ঘটলে একটি বা দুটি অথবা ছয়টি বাসে আগুন লাগতো। তাই বলে একেবারে সারিবদ্ধভাবে থাকা ১৪টি বাস পুড়ে যায় কীভাবে? তদন্তের পর জানা যাবে এটি নাশকতা নাকি দুর্ঘটনা।