রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ৫ জন আহত হয়েছেন।
বুধবার (১৬ এপ্রিল) সকালে ঢাকা থেকে রাঙামাটিগামী রবি এক্সপ্রেসের সেন্টমার্টিন হুন্দাই এসি বাসটি কাউখালী উপজেলার বেতবুনিয়ার মনারটেক এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় চালকসহ ৫ জন যাত্রী আহত হন।
ঘটনার পর পার্শ্ববর্তী রাবার বাগান চেকপোস্টের পুলিশ ও স্থানীয়রা বাস যাত্রীদের উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগ বলেন, খাদে পড়ে যাওয়া বাসটি উদ্ধারের জন্য ক্রেন আনা হচ্ছে। বর্তমানে রাঙামাটি চট্টগ্রাম সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিন বলেন, আজ সকালে চট্টগ্রাম যাওয়ার পথে আমি দুর্ঘটনাকবলিত বাসটি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধারের ব্যবস্থা গ্রহণ করি। আহতরা গুরুতর আঘাতপ্রাপ্ত হয়নি। রাঙামাটির পাহাড়ি সড়কে চালকদের আরো সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর আহ্বান জানান তিনি।