চট্টগ্রাম রিসার্চ ল্যাব ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর যৌথভাবে রাঙামাটি শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মিলানায়তনে শনিবার (১৯ অক্টোবর) সায়েন্স এন্ড রোবটিক্স অলিম্পিয়াডের আয়োজন করে।
রাঙামাটি শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, রাঙামাটি জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৃদুল কান্তি তালুকদার, জাতীয় বিজ্ঞান ও যাদুঘরের সহকারী কিউরেটর এসএম আবু হান্নান, চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনষ্টিটিউটের শিক্ষক রেজাউল করিম উপস্থিত ছিলেন।
রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা বলেন, পার্বত্যাঞ্চলের শিক্ষার্থীরাও সমতলের শিক্ষার্থীদের মতো এগিয়ে। তাদের মেধা বিকাশ প্রকৃতির সঙ্গে। বিজ্ঞানচর্চা তাদের জন্য খুবই সহজ। কারণ তারা বাস্তববাদী। তিনি বলেন, শুধু প্রশিক্ষণ আর অনুসরণ করালেই এ পাহাড় থেকে তৈরি হতে পারে আগামী দিনের একজন বিজ্ঞানী। চট্টগ্রাম রিসার্চ ল্যাব ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর যৌথভাবে অলিম্পিয়াড আয়োজন করেছে এটা সত্যি ভালো উদ্যোগ। এভাবে শিক্ষার্থীরা উৎসাহ পাবে। আগামীতেও বিদ্যালয় ও কলেজ পর্যায়ে এমন আয়োজন করতে পরিকল্পনা করা হবে বলে জানান তিনি।
দিনব্যাপী রোবটিক্স বিষয়ক কুইজ ও রোবটিক্স প্রজেক্ট শোকেসিং প্রতিযোগিতায় অংশগ্রহন করে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষাথীরা। ৩টি প্রতিযোগীতায় ২টি ক্যাটাগরীতে মোট বিজয়ী হন ২২জন শিক্ষার্থী।
আয়নুল/