রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় যত্রতত্র ময়লা -আবর্জনা ফেলার চিত্রটি এখন নিত্যনৈমিত্তিক হয়ে পড়েছে। এর ফলে পরিবেশ যেমন দূষিত হচ্ছে তেমনি রোগের ঝুঁকি বৃদ্ধিসহ জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। পাশাপাশি এলাকার সৌন্দর্যও বিনষ্ট হচ্ছে। ময়লা যত্রতত্র না ফেলতে সরকার বিভিন্ন সময়ে উদ্যেগ নিলেও ব্যতিক্রম এখনো রাজধানীর রায়ের বাজার ৩৪ নং ওয়ার্ডের আওতাধীন এলাকাটি।
সরেজমিনে গিয়ে দেখা যায় মূল সড়কের পাশেই রয়েছে ময়লার ফেলার বিশাল ডাস্টবিন। অথচ ডাস্টবিনের পাশের সড়কেই দেখা মিলেছে ময়লার স্তুপ। যেটি একেবারেই জনসাধারণের নাগালের মধ্যে। এর পাশ দিয়েই নিরবিচ্ছিন্ন ভাবে হাঁটাচলা করছে পথচারীরা। যেনো দেখার কেউই নেই। রায়ের বাজার বেড়িবাঁধ সংলগ্ন এ ডাস্টবিনের সঙ্গে যুক্ত পরিচন্নতা কর্মীদের কাছেও নেই কোন উত্তর।
তবে মূল সড়কের পাশে ময়লার স্তুপ নিয়ে অভিযোগ রয়েছে স্থানীয় দোকানদের। তাদের সঙ্গে আলাপ হলে নানা অসুবিধের কথা বলেন তারা৷ ময়লা কেন্দ্রিক সিন্ডিকেটের কারণে আবার মুখ খুলতে অপারগ অনেকেই। তবে পথচারীরা জানান, যত দ্রুত সম্ভব সড়কের পাশ থেকে ময়লা সরিয়ে নিতে কতৃপক্ষের নিকট আবেদন তাদের।