ঢাকার উত্তরখান, দক্ষিণখান, ফায়েদাবাদ, আশকোনা ও আশপাশের এলাকায় আগামীকাল বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আশকোনা-গাওয়াইর এলাকায় গ্যাসের স্বল্প চাপ সমস্যা সমাধানের জন্য গ্যাস পাইপলাইন স্থানান্তর করা হবে। ফলে এসব এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
এ ছাড়া আশপাশের এলাকাগুলোয় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।