নতুন বছরের প্রথম দুই দিনে রাজধানীসহ নারায়ণগঞ্জ, গাজীপুরে সাতটি পৃথক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া কাকরাইলে বাসচাপায় আহত হয়ে এক পুলিশ সদস্যের মৃত্যুর খবর পাওয়া গেছে।
পুলিশ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য অনুযায়ী, ঢাকা, গাজীপুর এবং ফতুল্লায় এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
ডিসি মিডিয়া মোহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, এসব ঘটনা অস্বীকার করার কিছু নেই। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সক্রিয় রয়েছে এবং প্রতিটি ঘটনার তদন্ত চলছে। কাকরাইলে বাসচাপার ঘটনার বিষয়ে তিনি বলেন, চালক গ্রেপ্তার হলে জানা যাবে এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত কিছু।
*ভাষানটেক ও লালবাগে দুইজন নিহত*
মিরপুরের ভাষানটেক এলাকায় গোলাগুলির ঘটনায় আলাউদ্দিন (২২) নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার এ ঘটনা ঘটে। এলাকাটি আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে ছিল। অন্যদিকে লালবাগে জেএন শাহ রোডে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মাহবুব আলম (৩২) নামের এক যুবক প্রাণ হারান।
*ঝিগাতলায় ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার*
রাজধানীর ঝিগাতলায় কাজী সুরাইয়া (৫২) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি সোনালী ব্যাংকের এজিএম হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার হাজারীবাগ থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।
*ফতুল্লা ও গাজীপুরে দুই হত্যাকাণ্ড*
নারায়ণগঞ্জের ফতুল্লায় থার্টিফার্স্ট নাইটের কনসার্টকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে হৃদয় (২০) নামে এক যুবক নিহত হন। এতে আরও পাঁচজন আহত হন। গাজীপুরের শ্রীপুরে কিশোরদের হামলায় এক ওষুধ ব্যবসায়ীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
*গাবতলীতে দিনমজুরকে হত্যা, গজারি বনে যুবকের লাশ*
গাবতলীর দ্বীপনগর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে মুকুল শেখ (৩৭) নামে এক দিনমজুরকে পিটিয়ে হত্যা করা হয়। কালিয়াকৈরের পলানপাড়া এলাকায় গজারি বনে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
*কাকরাইলে বাসচাপায় পুলিশ সদস্যের মৃত্যু*
কাকরাইল মোড়ে বাসচাপায় আহত হয়ে নবাবগঞ্জ থানার পুলিশ সদস্য আরিফুল ইসলাম (৪২) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।