বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রনৌত রাজনীতির মাঠে নেমেই করলেন বাজিমাত। নরেন্দ্র মোদির বিজেপি থেকে মনোনয়ন নিয়ে প্রথমবারই বিপুল ভোটে জয় ছিনিয়ে নিলেন এই অভিনেত্রী। গতকাল মঙ্গলবার ভোট গণনার সাথে বাড়তে থাকে উত্তেজনা। অনেকেই ভেবেছিলেন, ভরাডুবি হবে কঙ্গনার। তবে, শেষ পর্যন্ত জয়ী হলেন এই তারকা অভিনেত্রী।
এক প্রতিবেদন অনুযায়ী, হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা আসন থেকে ৭৪,৭৫৫ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন কঙ্গনা। কঙ্গনা নিজেই সোশ্যাল মিডিয়ায় নিজের জয়ের বিষয়ে জানান।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘সকলের কাছে আমি কৃতজ্ঞ আমার প্রতি এই আস্থা ও বিশ্বাস দেখানোর জন্য। এই জয় আপনাদের সকলের। এই জয় প্রধানমন্ত্রী ও বিজেপির প্রতি আস্থার।’