ঝাঁকড়া চুল, বাবরি দোলানো গায়ক মাহফুজ আনাম জেমস—দেশের একমাত্র আন্তর্জাতিক মানের রকস্টার হিসেবে পরিচিত। উপমহাদেশজুড়ে ভক্তদের কাছে তিনি ‘গুরু’ নামে খ্যাত। বাংলা এবং হিন্দি সিনেমায় গান গাওয়ার পাশাপাশি আটটি একক অ্যালবাম প্রকাশ করেছেন। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘ভিগি ভিগি’, ‘কবিতা’, ‘তোর প্রেমেতে অন্ধ হলাম’, ‘হতেও পারে এই দেখা শেষ দেখা’ ইত্যাদি।
সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জেমস বলেন, জীবনে বহুবার রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব পেয়েছেন। সরলভাবে স্বীকার করে বলেন, “ও আসেই। জীবনে অনেকবার এসেছে।”
তবে রাজনীতি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করে জেমস বলেন, “আমি একজন শিল্পী। শিল্পীরা রাজনীতিসচেতন হতে পারেন, তবে আমি মনে করি শিল্পীদের রাজনীতিতে যোগ দেওয়া উচিত না। আর যদি কেউ রাজনীতিতে নামেই, তাহলে সব ছেড়ে ফুলটাইম রাজনীতি করা উচিত।”
জেমসের এই মন্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে যখন অনেক শিল্পী রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হচ্ছেন।
দীর্ঘদিন নতুন গানে অনুপস্থিত জেমস জানান, নতুন গান নিয়ে কাজ চলছে। তিনি বলেন, “হঠাৎ করে দেখবে গান চলে এসেছে। এরপর থেকে গান আসতেই থাকবে।” ভক্তদের উদ্দেশে এটি যেন আশার বাণী।
বর্তমানে দেশ-বিদেশে বিভিন্ন আয়োজনে অংশ নিচ্ছেন তিনি। সামনে সৌদি আরব সরকারের আমন্ত্রণে ২ ও ৯ মে দাম্মাম ও জেদ্দায় দুটি কনসার্টে অংশ নেবেন। এরপর যুক্তরাষ্ট্রে একটি দীর্ঘ সফরে যাবেন।
জেমসের এই ফেরার বার্তা তার ভক্তদের জন্য দারুণ আনন্দের। রাজনীতি নয়, তিনি গানেই থাকতে চান—এমন বার্তায় যেন জেমস নিজের জায়গাটাকে আরও একবার দৃঢ় করলেন।