রাজশাহীর পবা উপজেলায় হাট ইজারার দরপত্র জমাদানের সময় গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে টেন্ডার বাক্স ভেঙে দরপত্র লুট করে নিয়ে যায় একদল দুর্বৃত্ত।
এতে সাবেক যুবদল নেতা শাকিলুর রহমান রন আহত হন। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে পবা উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।
পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ জানান, ১৪৩২ বঙ্গাব্দের জন্য পবা উপজেলার ১২টি হাট ইজারার দরপত্র জমাদানের শেষ দিন ছিল আজ। টেন্ডার বাক্স ইউএনও কার্যালয়ের নিচতলায় রাখা ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
একজন প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে, “দরপত্র জমা দিতে গেলে প্রথমে গেটের কাছে বাধা দেওয়া হয়। এরপরও দরপত্র জমা দেওয়ার চেষ্টা করলে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয় ও ককটেল বিস্ফোরণ ঘটে। একপর্যায়ে বাক্স ভেঙে সব দরপত্র লুট করে নিয়ে যাওয়া হয়।”
আহত শাকিলুর রহমান রন রাজশাহী নগরের শাহমখদুম থানা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক। তিনি দরপত্র জমা দিতে গিয়ে হামলার শিকার হন। তার দাবি, হামলাকারীদের নেতৃত্বে ছিলেন স্থানীয় এক জামায়াত নেতা ও ছাত্রশিবিরের সাবেক এক নেতা।
তবে অভিযুক্ত জামায়াত নেতা ও সাবেক শিবির নেতা তাদের সম্পৃক্ততা অস্বীকার করেছেন। একজন বলেন, “আমি দরপত্র জমা দিতে গিয়েছিলাম, কিন্তু লুটের ঘটনায় জড়িত নই। এটি যুবদল ও বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্ব।”
ঘটনার পর পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে।
শাহমখদুম থানার ওসি মাসুমা মোস্তারিন বলেন, *“গুলি ছোড়া হয়েছে, ককটেল বিস্ফোরিত হয়েছে এবং দরপত্র লুট হয়েছে। বাক্সটি শুধু পড়ে আছে। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছে।”
পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, “দরপত্র জমাদানের পরবর্তী তারিখ ৬ ও ৭ এপ্রিল নির্ধারিত আছে। ইজারা প্রক্রিয়া বাতিল হবে না।”
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে প্রশাসন বিষয়টি নিয়ে তদন্ত করছে।