রাতভর উচ্চ শব্দে গান, শিক্ষার্থীদের প্রতিবাদে নড়েচড়ে বসলো ববি প্রশাসন
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসন ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখতে ও নিরাপত্তার স্বার্থে সকল সাংস্কৃতিক ও অন্যান্য অনুষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার নির্দেশনা দিয়েছে।
মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি)গভীর রাত পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে উচ্চ শব্দে গান বাজানো হয়, যা হলে অবস্থানরত শিক্ষার্থীদের বিরক্তির কারণ হয়ে ওঠে। শিক্ষার্থীদের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে বুধবার বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।
ববি প্রক্টর ড. সোনিয়া খান সনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক সময়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যাচ ভিত্তিক বন্ধু-বান্ধব একত্রে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, পিকনিক ও বিভিন্ন ধরণের খেলাধুলার আয়োজন করে থাকে। অনেকক্ষেত্রে অনুমতি ব্যতীত এসব অনুষ্ঠানে গভীর রাত পর্যন্ত উচ্চ শব্দে গান বাজানো হয়। এছাড়াও মাঝে মাঝে ক্লাস ও পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর ও সামনের জায়গায় বিভিন্ন বিভাগ উচ্চ শব্দে বক্স বাজিয়ে শিক্ষা সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে। যার ফলে ক্লাস ও পরীক্ষা পরিচালনায় বিঘ্ন ঘটে এবং হলে থাকা শিক্ষার্থীদের পড়ালেখা ও নামাজের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হয়। তাই যে কোন অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে নিম্নলিখিত বিষয়গুলো অনুসরণ করতে নির্দেশ প্রদান করা হলো।
১. কর্তৃপক্ষের অনুমতি নিয়ে অনুষ্ঠান আয়োজন করতে হবে।
২. অনুষ্ঠানটি অনুমতিপ্রাপ্ত নির্ধারিত স্থানের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।
৩. বিকাল ৪.৩০টার আগে কোন ধরণের শব্দযন্ত্র বাজানো যাবে না।
৪. একাডেমিক কার্যক্রম চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সম্মুখে শব্দযন্ত্র ব্যবহার করে কোন প্রোগ্রাম করা থেকে বিরত থাকতে হবে।
৫. অন্য বিভাগের একাডেমিক কর্মকাণ্ডে বিঘ্ন ঘটে এমন কাজ থেকে বিরত থাকতে হবে।
৬. শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে রাত ০৯:০০টার মধ্যে সকল ধরণের অনুষ্ঠান সম্পন্ন করা বাধ্যতামূলক।
৭. অনুষ্ঠানকে কেন্দ্র করে কোন বিশৃঙ্খলা সৃষ্টি হলে তার দায়দায়িত্ব আয়োজকদের বহন করতে হবে।