ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফা শহরকে অন্যান্য অঞ্চল থেকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে ‘মোরাগ করিডোর’ নামে একটি নতুন সামরিক করিডোর গড়ে তোলার পরিকল্পনা করছে ইসরায়েল। এই করিডোর নির্মাণের পাশাপাশি রাফা ও খান ইউনিস শহরের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, করিডোরটি রাফা ও খান ইউনিসের মাঝ দিয়ে পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত থাকবে। ইসরায়েলের পরিকল্পনা অনুযায়ী, এই করিডোর গাজার ভৌগোলিক সংযোগ ছিন্ন করে দেবে এবং ফিলিস্তিনিদের অবশিষ্ট ভূখণ্ডও ইসরায়েলের দখলে চলে যাওয়ার ঝুঁকি তৈরি করবে।
বাস অযোগ্য রাফা
গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে:
❝ইসরায়েলি বাহিনী রাফা শহরের ৯০ শতাংশেরও বেশি ভবন, ২২টি পানির কূপের মধ্যে ২২টিই, ৮৫ শতাংশের বেশি পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, আটটি শিক্ষা প্রতিষ্ঠান এবং ১২টি চিকিৎসা কেন্দ্র সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিন। ফলে রাফা শহর এখন কার্যত বসবাসের অযোগ্য।❞
আল-জাজিরার সাংবাদিক হিন্দ খোদারি জানিয়েছেন, রাফা ও খান ইউনিসের মধ্যবর্তী এলাকায় অবস্থান নেওয়া ইসরায়েলি সেনারা যেকোনো চলমান বস্তু লক্ষ্য করে নির্বিচারে গুলি ছুঁড়ছে।
একমাত্র ভরসা আল-রাশিদ করিডোর
ইসরায়েলের আগ্রাসী পরিকল্পনার কারণে স্থানীয় মানুষেরা খান ইউনিস ও দেইর আল-বালাহর মতো এলাকাগুলোতে চলে যেতে বাধ্য হচ্ছেন। পাশাপাশি, সেখানে আরও ভূমি দখলের প্রচেষ্টা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। এমতাবস্থায় ফিলিস্তিনিদের জন্য এখন বেঁচে থাকার একমাত্র ভরসা হয়ে উঠছে উপকূলীয় রাস্তার আল-রাশিদ করিডোর।
বিশ্লেষকরা বলছেন, মোরাগ করিডোর গাজাকে খণ্ডিত করার সুপরিকল্পিত পদক্ষেপ, যা মানবিক সংকটকে আরও গভীরতর করবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সংকট মোকাবিলায় দৃঢ়পায়ে এগিয়ে আসার আহ্বানও জানাচ্ছেন তাাঁরা।
দুই ব্রিটিশ এমপি গ্রেপ্তার
এদিকে, ব্রিটেনের দুই এমপি ইউয়ান ইয়ং ও আবতিসাম মোহাম্মদকে ইসরায়েলে প্রবেশের অনুমতি না দিয়ে ফেরত পাঠানোয় উত্তেজনা বেড়েছে লন্ডন ও তেল আবিবের মধ্যে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
অন্যদিকে, গাজায় ইসরায়েলি গণহত্যা ও বাকস্বাধীনতার দমন-পীড়নের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের সামনে হাজারো মানুষ বিক্ষোভ করেছে। বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনি ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস গ্রুপ, যার লক্ষ্য গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতি ও মৃত্যুর সংখ্যা বিশ্ববাসীর সামনে তুলে ধরা।
এছাড়া, ২৩ মার্চ রাফার কাছে তারা ভুলবশত জরুরি সেবাদানকারী যানবহরে হামলা চালিয়ে ১৫ জন স্বাস্থ্যকর্মীকে হত্যা করার কথা স্বীকার করেছে শিকার করেছে ইসরায়েল। হামাসের সশস্ত্র সদস্য থাকার অভিযোগে হামলা করলেও, সেই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি দখলদার বাহিনী।