লা লিগায় নাটকীয় এক ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখেছে বার্সেলোনা। নিজেদের মাঠে সেল্টা ভিগোর বিপক্ষে ২ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় হ্যান্সি ফ্লিকের দল। ম্যাচে জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করে নায়ক বনে যান ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া।
শনিবার রাতে স্তাদিও লুইস কোম্পানিতে শুরুটা দারুণই করেছিল কাতালানরা। ১২ মিনিটেই ফেরান তোরেসের গোলে এগিয়ে যায় তারা। কিন্তু মাত্র তিন মিনিট পরেই বোর্জা ইগলেসিয়াসের গোলে সমতা ফেরায় সেল্টা ভিগো। প্রথমার্ধে আর কোনো গোল না হলে বিরতিতে ১-১ অবস্থায় মাঠ ছাড়ে দুই দল।
দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বার্সেলোনা। ৫২ ও ৬২ মিনিটে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন বোর্জা ইগলেসিয়াস। ৩-১ গোলে পিছিয়ে পড়ে যখন হারের মুখে বার্সা, তখন বদলি হিসেবে মাঠে নেমে নতুন জীবন দেন দানি ওলমো।
৫৯ মিনিটে ওলমোর গোলের পর ৬৫ মিনিটে লামিন ইয়ামালের পাস থেকে গোল করেন রাফিনিয়া। আর ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় ও দলের জয়সূচক গোলটি করেন তিনিই।
এই জয়ে বার্সা ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে শীর্ষে অবস্থান করছে।
অন্যদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। নিকো ও রেইলি ও মাতেও কোভাচিচের শেষ মুহূর্তের গোলেই জয় নিশ্চিত করে পেপ গার্দিওলার দল, যা তাদের টেবিলের চতুর্থ স্থানে তুলে দেয়।