Home » news » রাফিনিয়া-ইয়ামালকে নিয়ে বর্ণবাদী আচরণের অভিযোগে গ্রেফতার তিন
গত অক্টোবরে রিয়াল মাদ্রিদের মাঠে ৪-০ ব্যবধানে জয়ের ম্যাচে বর্ণবাদের শিকার হয়েছিলেন বার্সেলোনার দুই ফরোয়ার্ড লামিন ইয়ামাল ও রাফিনিয়া।
ঘটনা গত ২৬ অক্টোবরের। রিয়ালের মাঠে একের পর এক গোল করে উল্লাসে ভাসছিল বার্সার খেলোয়াড়রা। জোড়া গোলে এগিয়ে যাওয়া বার্সাকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেয়ার পর উদযাপন করতে গ্যালারির এক প্রান্তের দিকে ছুটে যান ইয়ামাল। বার্সা তারকার এই স্বাভাবিক উদযাপন মেনে নিতে পারেননি একদল দর্শক। গ্যালারিতে বসেই বার্সা তারকাকে নিয়ে বিদ্বেষপূর্ণ মন্তব্য করেন তারা। ইয়ামালের সঙ্গে দর্শকদের এমন আচরণ সে সময় সামাজিক মাধ্যমের কল্যাণে সামনেও এসেছিল। একই ঘটনা ঘটে দলের হয়ে চতুর্থ গোল করা ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়ার সঙ্গেও।
এক বিবৃতিতে পুলিশ জানায়, ‘অক্টোবরের এল ক্লাসিকোতে দুই ফুটবলারের উদ্দেশে বর্ণবিদ্বেষী আচরণ করায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা জেনোফোবিক (অন্য দেশের মানুষ বা অভিবাসীদের প্রতি ভীতি বা নেতিবাচক মনোভাব) মন্তব্য করেছিল। যেটা দুই খেলোয়াড়ের সম্মানহানি করেছে।’
লা লিগা কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে প্রায় মাসখানেক পর তিন জনকে গ্রেফতার করেছে স্পেনের পুলিশ।
নিজেদের মাঠে এমন ঘটনায় দুঃখ প্রকাশ করে বর্ণবাদের বিরুদ্বে বার্তাও দিয়েছিল রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ঘটনার নিন্দা জানিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিল লা লিগা কর্তৃপক্ষ। সে অভিযোগের ভিত্তিতে শনিবার তিন জনকে গ্রেফতার করে স্পেনের পুলিশ।
বিএন