আইপিএল চলাকালীন হঠাৎ করেই ভারত ছেড়ে যান প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা। পরে যায় রিক্রিয়েশনাল ড্রাগ নেওয়ায় আইপিএল থেকে নিষিদ্ধ হয়ে ভারত ছাড়েন তিনি। আর তাতেই শঙ্কা জাগে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারবে তো ডান হাতি এই পেসার। অবশ্যক গত ৩ মে রাবাদার এক মাসের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় সেই শঙ্কা কেটে যায়।
সমালোচনার অবসান ঘটিয়ে আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য প্রোটিয়া স্কোয়াডে রাখা হয়েছে রাবাদাকে। সময়ের অন্যতম সেরা পেসারকে নিয়ে আজ দল ঘোষণা করেছে তারা।
ছয় পেসার নিয়ে ১৫ সদস্যের স্কোয়াড আজ দিয়েছে দক্ষিণ আফ্রিকা। এতে প্রায় ৯ মাস পর টেস্ট দলে ফিরেছেন লুঙ্গি এনগিডি। সর্বশেষ গত আগস্টের পর ক্রিকেটের আদি সংস্করণে খেলেননি তিনি। স্পিনার রয়েছে দুজন-কেশব মহারাজ ও সেনুরান মুথুসামি।
এ ছাড়া টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দলে দীর্ঘতম সংস্করণের পরিচিত মুখরাই লর্ডসের ফাইনালে সুযোগ পেয়েছেন। আগামী ১১ জুন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে লর্ডসে। শ্রেষ্ঠত্বের ম্যাচকে সামনে রেখেই আজ দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়াও।
দক্ষিণ আফ্রিকার স্কোয়াড-
টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, করবিন বোস, টনি ডি জর্জি, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, লুঙ্গি এনগিডি, ড্যান প্যাটারসন, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ত্রিস্তান স্তাবস ও কাইল ভেরেইনি।