শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে সকাল থেকে ক্যাম্পাসে বিক্ষোভ করছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেল থেকে উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের উর্ধ্বতনদের প্রশাসন ভবনে অবরুদ্ধ করে রেখেছে তারা।
সরেজমিনে দেখা যায়, বুধবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট হয়ে প্রবেশ করে পুলিশ। এতে শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ইট ভাঙা শুরু করে। ভাঙা ইটে ভরে গেছে প্যারিস রোডের অনেকাংশ। ৭টা ১০ মিনিটের দিকে কয়েকটি টিয়ারশেল ছোড়ে পুলিশ। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলেও কিছু সময় পরে আবারো একত্রিত হয়ে স্লোগান দিতে থাকে তারা। সোয়া সাতটায় এই প্রতিবেদন লেখার সময় শিক্ষার্থী ও পুলিশের মুখোমুখি অবস্থান দেখা যায়।
শিক্ষার্থীদের অন্যান্য দাবিগুলো হলো:
১. বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলকে সকল ধরনের ছাত্র রাজনীতি থেকে মুক্ত রাখতে হবে এবং ছাত্রলীগের অস্ত্রপাতি উদ্ধার করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
২. চলমান আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কোনো মামলা না হওয়া নিশ্চিত করতে হবে।
৩. হলের সিট ফাঁকা থাকলে, একদিনের মধ্যে বিজ্ঞপ্তি দিয়ে সাধারণ শিক্ষার্থীদের হলের ব্যবস্থা করতে হবে।
৪. ছাত্রলীগের দখলকৃত সিটগুলো গণরুমে পরিণত করতে হবে।
দীন ইসলাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়