Home » news » রাবিতে আইবিএ’র নতুন পরিচালক ড. মো. শরিফুল ইসলাম
অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট- আইবিএ’র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
শুক্রবার (১১ অক্টোবর) বিকালে জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে তিন বছরের জন্য এই পদে নিয়োগ করা হয়েছে।
ড. ইসলাম ২০০৪ সালে আইবিএতে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০১৮ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান। তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাণিজ্য বিভাগ থেকে যশোর বোর্ডে প্রথম স্থান অর্জনের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে বিবিএস (সম্মান) এ প্রথম শ্রেণীতে প্রথম স্থান এবং এমবিএ তে ব্যবসায় শিক্ষা অনুষদে প্রথম স্থান অধিকার করেন।
পরবর্তীতে তিনি সুইডেনের ইয়নশপিং ইন্টারন্যাশনাল বিজনেস স্কুল থেকে এমএসসি ডিগ্রী, রাবি’র আইবিএ থেকে এমফিল এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।
ড. ইসলাম ব্যবসায় শিক্ষা বিষয় ছাড়াও মুদ্রা বিষয়ক গবেষণায় নিয়োজিত আছেন। দেশ এবং বিদেশের বিভিন্ন জার্নালে তার ২৬ টি প্রবন্ধ এবং ৩ টি বুকচ্যাপ্টার প্রকাশিত হয়েছে। এছাড়াও ভারতের মনোহর পাবলিশার্স থেকে ১ টি গ্রন্থসহ তার প্রকাশিত মোট গ্রন্থের সংখ্যা ৬টি।
উল্লেখ্য, মুদ্রা গবেষণা নিয়ে তার কাজের স্বীকৃতি স্বরূপ লন্ডন ভিত্তিক ‘কাউন্সিল অব দি ওরিয়েন্টাল নিউমিজমিটিক সোসাইটি’ ২০১৮ সালে তাকে ‘অশোকা পুরস্কার’ এ ভূষিত করে।
দীন//বিএন