রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কর্মকর্তা-কর্মচারীরা পোষ্য কোটা বাতিলের প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১১টায় প্রশাসনিক ভবনের পাশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
তাদের মতে, পোষ্য কোটা তাদের প্রাতিষ্ঠানিক অধিকার এবং এ অধিকার ফিরিয়ে না দেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।
বিশ্ববিদ্যালয়ের স্টুয়াড শাখার সহকারী রেজিস্ট্রার বলেন, “দেশের সব বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রাতিষ্ঠানিক সুবিধা রয়েছে। এ সুবিধা দীর্ঘদিন ধরে আমরা পেয়ে আসছি। যদি আমাদের অধিকার ফিরিয়ে না দেওয়া হয়, তাহলে কঠোর আন্দোলন করতে বাধ্য হব।”
অফিসার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তার হোসেন বলেন, “আমাদের ধর্মঘট ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে। আমরা বৈষম্যের শিকার হতে রাজি নই। বহু বছর ধরে এ প্রাতিষ্ঠানিক সুবিধা পেয়ে আসছি। তা হরণ করার চেষ্টা করা হলে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে।”
তিনি আরও জানান, গত ২ জানুয়ারি কিছু বহিরাগত এবং ছাত্র পরিচয়ে কিছু ব্যক্তি প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে কর্মকর্তা-কর্মচারীদের আটকে রাখে। তাদের অপমান করা হয় এবং ঠান্ডা পানি ছিটিয়ে দেয়। এ ধরনের ঘটনা ভবিষ্যতে সহ্য করা হবে না।
অফিসার্স সমিতির দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় প্রায় দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী এ কর্মসূচিতে অংশ নেন।