রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) “হেপাটাইটিস এ” সংক্রমণ বা “জণ্ডিস” রোগের প্রতিকার ও প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠান, র্যালী ও লিফলেট বিতরন করছে ফার্মেসী বিভাগ।
রবিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উক্ত অনুষ্ঠান ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের প্রকৌশল অনুষদের গ্যালারী রুমে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।তিনি বলেন, সব থেকে গুরুত্বপূর্ণ হলো সাস্থ সচেতনতা,বিশেষ করে খাবার এর আগে হাত ধোয়া। আমরা সকল হলেই সাবমারসিবল পাম্পের ব্যাবস্তা করছি, তোমরা সেখান থেকে পানি খাবে। আমি নিজেও এখন সাবমারসিবলের থেকে পানি খাই।
ফার্মেসী ডিপার্টমেন্টকে উদ্দেশ্য করে বলেন, গতবছরের থেকে এবার কেন জণ্ডিস বেশি তার দিকে নজর দিতে। আগামীতে আরও বাড়তে পারে বলে আশংঙ্কা হচ্ছে।তবে আমরা খাবারের দোকানগুলো মনিটরিং করছি। তোমরা আপাতত দোকানের পানি খাবে না। আমরা ক্যাম্পাসে আরও চারটা সাবমারসিবল পাম্প বসাচ্ছি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য(প্রশাসন) অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও উপ-উপাচার্য(শিক্ষা) অধ্যাপক হুমায়ুন কবীর।
সুলতান-উল-ইসলাম বলেন, যখনি জন্ডিসের সংক্রমন দেখা দিচ্ছে তখনি আমি মেডিক্যাল কে নির্দেষ দিয়েছিলাম কাদের হচ্ছে তা বাছাই করার জন্য। তারা কি ঠিক মতো খাচ্ছে কিনা বা তাদের রুমের পরিবেশ এ কোনো ঘাটতি আছে কিনা। আমাদের নামে অনেক সময় মিথ্যা অপপ্রচার চালায়। যেমন, যে টিউবওয়লটি অকেজো তা নিয়ে তারা কথা বলছে কিন্তু ভালো অনেক টিউবওয়েল আছে।
অধ্যাপক হুমায়ুন কবীর পাবলিক সচেতনতা সম্পর্কে বলেন, আমাদের নিজেদের ঘুম, খাবার, ফিজিকেল এবং মেন্টাল শান্তির জন্য আমাদের রুমে ও আসপাশ পরিস্কার পরিছিন্ন রাখতে হবে। প্রতিদিন ৩০-৪০ মিনিট করে হাটার অভ্যাস করতে হবে।
এছাড়াও উপস্থিত ছিলেন,ডাঃ মো. হারুন অর রশিদ চিকিৎসক রাজশাহী মেডিক্যাল কলেজ।
দীন ইসলাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়