পহেলা বৈশাখ উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে প্রদর্শিত হতে যাচ্ছে ৩০০×২ ফিট দৈর্ঘ্যের স্ক্রলচিত্র। বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের অধ্যাপক আবদুস সোবাহান (হীরা সোবাহান) চিত্রকর্মটি তৈরি করেন।
এই শিল্পকর্মটি শিল্পী বাংলা নববর্ষ, নবান্ন, পৌষসংক্রান্তি, লোকমেলা, লোকসংগীত, লোকসাহিত্য, ঐতিহ্যবাহী খেলাধুলা, শৈশব, মাছধরা, মৃৎশিল্প, কারুশিল্পসহ বাংলার প্রাত্যহিক জীবনের নানা তুলে ধরেছেন।
প্রদর্শনীটি আগামীকাল সোমবার (১৪এপ্রিল) উদ্বোধন করবেন রাবি উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে এবং প্রদর্শনী চলবে সারাদিন ব্যাপী।
স্ক্রলচিত্রটি সম্পর্কে শিল্পী ড. সোবাহান বলেন, “আমরা চারুশিল্পীরা রঙ ও তুলির ছোঁয়ায় ক্যানভাসে রাঙাই আমাদের প্রকৃতি ও সংস্কৃতিকে। এই স্ক্রলচিত্র তেমনি একটি প্রয়াস, যেখানে গ্রামবাংলার ইতিহাস ও ঐতিহ্যকে নতুন করে চিনিয়ে দেওয়ার চেষ্টা করেছি।”
দেশের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে এই ব্যতিক্রমধর্মী চিত্রকর্ম পৌঁছে দিতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন তিনি।
দীন ইসলাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়