রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বায়োকেমিক্স (BioChemiX) ক্লাবের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ মে) মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক অমিত কুমার দত্তের সভাপতিত্বে উপ উপাচার্য অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম ক্লাবটির উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সুলতান- উল-ইসলাম বায়োকেমিক্স ক্লাবের কার্যক্রমের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয় সফলতায় আরও একধাপ এগিয়ে গেল। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হলে গবেষণাকে গুরুত্ব দিতে হবে। গবেষণায় শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে সবধরনের সহযোগিতা এবং ব্যবস্থাপনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
অধ্যাপক ড.তারিকুল হাসান তাঁর বক্তব্যে চতুর্থ শিল্প বিপ্লবে রিসার্চের গুরুত্ব সম্পর্কে অনুপ্রেরণামূলক বিষয়বস্তু তুলে ধরেন এবং রিসার্চের মাধ্যমে কীভাবে শিক্ষার্থীরা উদ্ভাবনমুখী হতে পারে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয় বায়োকেমিক্স ক্লাবের প্রাথমিক ১৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ক্লাবের সভাপতি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের ছাত্র মো: ইখতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন রয়েছেন। এছাড়া আরও অনেকেই যুক্ত রয়েছেন ক্লাবটির পরিচালনা পরিষদে বিভিন্ন বিভাগ থেকে। বায়োকেমিক্স ক্লাবের উপদেষ্টা অমিত কুমার দত্ত কমিটি ঘোষণা করেন। অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
দীন ইসলাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়