রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সরস্বতী পূজা উপলক্ষে টানানো ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে । ঘটনাকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের তৎপরতা মনে করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন বিভাগের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।
সোমবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের সামনে এই ঘটনা ঘটে।
জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিভাগের সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বরাবর এই অভিযোগ জমা দেন তারা। অভিযোগপত্রে বিভাগের ১০ জন সনাতনী শিক্ষার্থী স্বাক্ষর করেছেন।
লিখিত অভিযোগে শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা সরস্বতী পূজা উপলক্ষে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে ফোকলোর বিভাগের সামনে গতকাল একটি ব্যানার টানালে আজ সকালে একজন দুষ্কৃতিকারী পরিকল্পিতভাবে ছিড়ে ফেলে। ঘটনাটি ফোকলোর বিভাগের সিসি ক্যামেরায় স্পষ্ট ধরা পড়েছে।
ঘটনাটিকে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের তৎপরতা বলে মনে করছে এবং বর্তমান ক্যাম্পাসের শান্ত পরিবেশের জন্য হুমকি বলে বিবেচনা করছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে এই চক্রান্তকারীকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানায় অভিযোগকারীরা।
এবিষয়ে ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, সিসিটিভি ফুটেজে একজনকে ব্যানার ছিঁড়তে দেখা গেছে। বিষয়টি প্রশাসনকে অবগত করা হয়েছে । কিছুদিন আগে কোরআন পোড়ানোর ঘটনা, আজকে পূজার ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনা এগুলো আসলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের তৎপরতা। যারা এসবের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, অভিযোগ পত্রটি এখনো আমার হাতে আসেনি। তবে বিভাগের সভাপতি আমাকে ফোন দিয়েছিল। বিষয়টি নিয়ে আগামীকাল তাদের সাথে কথা বলব। বিষয়টি খুবই স্পর্শকাতর। অভিযোগের সত্যতা পেলে যথাযথ জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।