রাবিপ্রবি প্রতিনিধিঃ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে রাবিপ্রবি দাওয়াহ সার্কেলের আয়োজনে কোরআন বিতরণ ও সিরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধা ৭ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রহলে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ঘন্টাখানেক ধরে চলা এ অনুষ্ঠানে রাসুল (সা.) এর জীবনাদর্শ সম্পর্কে আলোচনা করেন রাঙ্গামাটি কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ শরীয়ত উল্লাহ।
তিনি বলেন, জীবনের সর্বক্ষেত্রে রাসুলের জীবনাদর্শ বাস্তবায়নের মাধ্যমেই আমরা ইহকালে শান্তি, সমৃদ্ধি ও পরকালীন সার্থকতা লাভ করতে পারবো। তিনি আমাদের জন্য একমাত্র অনুকরণীয় ব্যক্তি। উনার সমগ্র জীবনটাকে আমাদের অনুসরণ করতে হবে। এসময় তিনি রাসুল (সা.) বিপ্লবী জীবনের আদলে নিজেদের জীবনকে সাজাতে সবাইকে আহ্বান জানান।
আলোচনা শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ করা হয় ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও দেশ জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।