রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(রাবিপ্রবি) নব-নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের বরণ করেছে রাবিপ্রবি কর্মচারী কল্যাণ সমিতি।
আজ মঙ্গলবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ কর্ণারে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় সমিতির সাবেক সভাপতি মোঃ কামাল হোসেন ও সাবেক কর্মচারী সালাউদ্দিন সুমনকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
এরপর, সমিতির সভাপতি বর্ণা চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রনির সঞ্চালনায় সমিতির ৪র্থ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে ডিসেম্বরের ১ম সপ্তাহের মধ্যে নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন আলম, সাংগঠনিক সম্পাদক অ্যানভিল চাকমা, সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল বড়ুয়া, অর্থ সম্পাদক নির্মল্য চাকমা, দপ্তর সম্পাদক চসিং মং মারমা, মহিলা বিষয়ক সম্পাদক আসমা আক্তার, প্রচার সম্পাদক ভূষেণ চাকমা, কার্যকরী নির্বাহী সদস্য মোঃ আফছার আলী, হ্লাচাই মারমা ওচহ্লাপ্রু মারমা।
এছাড়াও সাধারণ কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন।
আয়নুল/