রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মতিহার হলের মসজিদের দ্বিতীয় তলায় অবস্থানরত শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে হল কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা প্রাধ্যক্ষের অনুমতি সাপেক্ষে উঠার কথা বললেও প্রাধ্যক্ষ বলছে কোন ধরনের অনুমতি ছাড়াই তারা ওই জায়গায় অবৈধভাবে অবস্থান করছে।
আজ রোববার (৬জুলাই) হল প্রাধ্যক্ষের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, হলের মসজিদের দ্বিতীয় তলায় অবস্থানরত সকল ছাত্রদেরকে আগামী বুধবার (৯জুলাই) তারিখের মধ্যে অবস্থান ত্যাগ করার জন্য নির্দেশ দেয়া হলো। এবং আগামী শুক্রবার (১১জুলাই) জুমার নামাজ মতিহার হল মসজিদের প্রথম ও দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হবে।
শিক্ষার্থীরা বলছে, আমাদের জন্য কোনো বিকল্প বাসস্থানের ব্যবস্থা না করে হটাৎ হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। কারণ হিসাবে দেখানো হয়েছে আমরা নাকি গণরুমে তালিকাবদ্ধ না কিন্তু আমরা যারা গণরুমে আছি তারা একাধিকবার একটি তালিকা করে প্রাধ্যক্ষের কাছে জমা দিয়ে তাকে অনুরোধ করি আমাদের একটা বাসস্থানের ব্যবস্থা করে দেওয়ার জন্য কিন্তু তিনি আমাদের অনুরোধ প্রত্যাখ্যান করে বলেন তোমরা যার যার মতো চলে যাও।
ফোকলোর বিভাগের ২০২২- ২৩ সেশনের শিক্ষার্থী প্রবীর বলেন, আমরা যারা এখনো হলের আবাসিক সিট পাইনি, আমাদেরকে গণরুম / মসজিদ থেকে সরে যেতে বলা হয়েছে, কারণ ওই জায়গায় নাকি নামাজ পড়া হবে। আমরা মূলত আর্থিক অসচ্ছলতার কারণেই গণরুমে আছি। এখন যদি আমাদের বাহির করে দেওয়া হয় তাহলে আমরা আর্থিক ও মানসিক ক্ষতির সম্মুখীন হব।
এবিষয়ে মতিহার হলের প্রাধ্যক্ষ ড.সামিউল ইসলাম সরকার বলেন,কোন ধরনের অনুমতি ছাড়াই তারা এতদিন ওই জায়গায় অবৈধ ভাবে ছিলো।পরপর ৩ বার নোটিশ দেওয়া সত্ত্বেও তারা হল ত্যাগ করেনি। আর ওই কক্ষটা যেহেতু মসজিদ ছিলো, তাই আমরা পুনরায় আবার চালু করতে চাচ্ছি। যার কারনে আমাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
তিনি বলেন,তাদের কে যদি হলে উঠতে হয়, তাহলে বৈধ ভাবেই উঠতে হবে।তা ছাড়া আমরা তাদের জন্য কিছুই করতে পারবো না।