রাবি প্রতিনিধিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আবাসিক হলগুলোতে আম বিতরণ করা হয়েছে । আজ শনিবার (৩১মে) দুপুর ২টায় শহীদ জিয়াউর রহমান হলে আম বিতরণের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয় ।
পরবর্তীতে শেরে বাংলা হল ও বিজয় ২৪ হলসহ একে একে ১৭টি হলে আম বিতরণ করবেন বলে জানান ছাত্রদল আহবায়ক।
শিক্ষার্থীরা বলছে, ছাত্রদলের এই কর্মসূচি খুবই প্রশংসনীয়। বিগত সময়ে হলগুলোতে এমন উদ্যোগ কেউ গ্রহণ করেনি। আগে যে গেস্টরুমের সংস্কৃতি ছিলো সেই সংস্কৃতি আমরা আর দেখতে চাইনা। আমরা চাই এভাবেই সকল ছাত্রসংগঠনগুলো প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের স্বার্থে কাজ করুক।
শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী রবিউর রহমান বলেন, গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারলাম ছাত্রদল হলে আম বিতরণ করবে। সেই সুবাধে আম নিতে আসলাম। তাদের এই কাজটি খুবই প্রশংসার দাবিদার। আমি ব্যক্তিগতভাবে তাদের এই কাজকে সাধুবাদ জানাই।
শাখা ছাত্রদলের আহবায়ক সুলতান আহমেদ রাহী বলেন, শিক্ষার্থীরা যেন উৎসবমুখর পরিবেশে ঈদের ছুটিতে বাড়ি গিয়ে ঈদ উদযাপন করে আবার সুস্থভাবে বিশ্ববিদ্যালয়ে ফিরে আসতে পারে সেই প্রত্যাশা ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের এই ক্ষুদ্র আয়োজন।
তিনি বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের সংগঠন, বিগত সময়ে নিষিদ্ধ ছাত্রলীগ হলগুলোতে যে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো, শিক্ষার্থীরা ছাত্রনেতাদের দেখলে ভয় পেতো সেই রাজনীতি বিলুপ্ত করে সাধারণ শিক্ষার্থীদের বন্ধু হয়ে পাশে থেকে তাদের নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে চাই।
যুগ্ম আহবায়ক মাহমুদুল মিঠু বলেন, আজকের এই উপহার একটি প্রতীকী উপহার। ঈদের আনন্দ ভাগাভাগি করে ছাত্রদলের সাথে যে শিক্ষার্থীদের একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে সেই হিসেবে তাদের মাঝে আম বিতরণ করছি।