বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ পহেলা বৈশাখ উদযাপন করে বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার (১৪ এপ্রিল) সকালে এক আনন্দ র্যালি ও শোভাযাত্রার মাধ্যমে এই আয়োজনের সূচনা হয়৷
আনন্দ শোভাযাত্রাটি বিভাগের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিভাগের সামনে এসে শেষ হয়। পরে সেখানে নিজস্ব উদ্যোগে আয়োজিত বৈশাখি মেলার আয়োজন করেন৷
শোভাযাত্রা ও আনন্দ র্যালিটি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শিক্ষার্থীর মিলন মেলায় পরিনত হয়। ঢাক, ঢোল আর গান বাজনায় মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। এই আনন্দ র্যালিতে বাঙালির বিলুপ্তপ্রায় ইতিহাস ও ঐতিহ্যের বিভিন্ন প্রতিকী চিহ্ন স্থান পেয়েছে। কৃষক, জেলে, পাগল, ফেরিওয়ালা, জংলী, সাপুড়েসহ বিভিন্ন সাজে সজ্জিত হয়ে পুরো ক্যাম্পাস মাতিয়ে তোলেন শিক্ষার্থীরা। কেউবা আবার সাজেন বর-কনে, যা এক ভিন্নমাত্রা এনে দেয় পুরো ক্যাম্পাসে।
এবিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাদিয়া হক মিথি বলেন, আজকে আমরা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা নববর্ষ উদযাপনে এক আনন্দ র্যালির আয়োজন করেছি। বিভাগের সকল শিক্ষার্থীরা এবারের আয়োজন আনন্দের সহিত গ্রহণ করেছে ৷ আনন্দ শোভাযাত্রার পর আমরা পান্তা, মাছ ও ভর্তা খাবারের মাধ্যমে আজকের আয়োজন উদযাপন করি । তাছাড়াও আমরা নিজ উদ্যোগে একটি বৈশাখি মেলার আয়োজন করি। আমরা আশা করি ভবিষ্যতেও আমাদের বিভাগে এমন আয়োজন অব্যাহত থাকবে।
বিভাগের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুল বলেন, আজকে আমাদের বিভাগের শিক্ষার্থীরা যে আয়োজন করেছে তা পুরো বিশ্ববিদ্যালয়েই একটা সাড়া ফেলেছে৷ আমাদের আয়োজন খুব বর্ণাঢ্য ছিলো। সকলেই এটা খুব পছন্দ করেছে ৷ আমাদের আজকের শোভাযাত্রায় বাঙালির ঐতিহ্যের কিছু বিষয় যা হারিয়ে যেতে চলেছিল সেগুলো স্থান পেয়েছে। ডাকবাক্স ও একতারাসহ বিভিন্ন ঐতিহ্যের প্রতিকী তুলে ধরা হয়েছে। আমাদের বিভাগ থেকে অনেকদিন যাবৎ এমন আয়োজন হচ্ছেনা। আশা করি সামনের দিনগুলোতে এমন আয়োজন আমাদের বিভাগ প্রতিবছর করা হবে৷