রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৫৫১ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকার বাজেট পাস করেছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই বাজেট অনুমোদিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর। এতে সবচেয়ে বড় অংকের বরাদ্দ রাখা হয়েছে বেতন-ভাতা ও পেনশন খাতে, মোট ৪২২ কোটি ৯৭ লাখ টাকা, যা বাজেটের প্রায় ৭৬ দশমিক ৫ শতাংশ।
জনসংযোগ দপ্তর সূত্রে জানা যায়, নতুন অর্থবছরের গবেষণা খাতে বরাদ্দ মাত্র ১৫ কোটি ৩ লাখ টাকা, যা মোট বাজেটের মাত্র ২ দশমিক ৮ শতাংশ, মূলধন খাতে বরাদ্দ ধরা হয়েছে ১৬ কোটি ৬ লাখ টাকা। পণ্য ও সেবা (সাধারণ) খাতে রাখা হয়েছে ৭৬ কোটি ৪১ লাখ ৫০ হাজার, এবং মেরামত ও সংরক্ষণ খাতে ১৬ কোটি ৫০ লাখ টাকা। বেতন-ভাতা বাবদ ৩০৪ কোটি ৯৭ লাখ এবং পেনশনের জন্য বরাদ্দ ১১৮ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে গত অর্থবছরের (২০২৪-২৫) সংশোধিত বাজেট ছিল ৫৬৪ কোটি ৩৪ লাখ টাকা। সে তুলনায় এবার বাজেট প্রায় ১৩ কোটি টাকা কমেছে। তবে গবেষণা খাতে ১ কোটি টাকা বাড়ানো হয়েছে, যদিও সামগ্রিকভাবে এ খাতে বরাদ্দের হার এখনও কম। অন্যান্য ব্যয় খাতে উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যায়নি।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার জানান, এবারের বাজেটে শিক্ষার্থীকেন্দ্রিক কিছু গুরুত্বপূর্ণ খাতে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিশেষ করে গবেষণাগার সরঞ্জামাদি আপডেট, শিক্ষার্থীদের ইন্টার্নশিপ কার্যক্রম এবং বর্ধিত হারে মেধাবৃত্তি প্রদানকে গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, খেলাধুলা ও ক্রীড়া উপকরণ খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সাতটি সড়ক মেরামত, ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্প বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের যাতায়াত সুবিধায় দুটি বড় বাস কেনার জন্য বাজেটে অর্থ বরাদ্দ রাখা হয়েছে।