রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ) ‘বি’ ইউনিটে ব্যবসায় অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২এপ্রিল) বেলা ১১টা থেকে নিজ ক্যাম্পাস ছাড়াও ঢাকা, চট্টগ্রামসহ ৪ বিভাগীয় শহরে এ বছরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এ বছরের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রতিটি আসনের জন্য লড়ছেন ৭৬ জন শিক্ষার্থী।
এদিন বেলা সাড়ে ১১টায় রাবি উপাচার্য সালেহ হাসান নকীব প্রেস ব্রিফিং উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা তুলে ধরেন। তিনি বলেন এবার আনুমানিক ৮৫ শতাংশ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।
পরীক্ষা চলাকালীন জালিয়াতি বিষয়ে তিনি বলেন, এখনো পর্যন্ত আমরা সে-ধরনের কোনো সংবাদ পাইনি। পরীক্ষা সম্পন্ন হাওয়ার আগ পর্যন্ত আমরা সর্বদা সার্বিক বিষয়ে মনিটরিং করে চলেছি৷
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে এক শিফটে। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে এই এক ঘণ্টার এমসিকিউ ভিত্তিক পরীক্ষা। এই ইউনিটে বরাদ্দ আছে ৫৫৯টি আসন।
দীন ইসলাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়