তীব্র দাবদাহ থেকে জনসাধারণকে স্বস্তি দিতে বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন সরবরাহ করেছেন রাজশাহী
বিশ্ববিদ্যালয়(রাবি) ছাত্রলীগ নেতারা। আজ শুক্রবার দুপুরে রাবি মেইন গেইট, বিনোদপুর গেইট, কাজলা ও বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে রিকশাচালক, বাসচালক, দায়িত্বরত সকল ট্রাফিক পুলিশসহ পথচারীদের মাঝে পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।
এ বিষয়ে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মুস্তাফিজুর রহমান বাবু বলেন, তীব্র তাপপ্রবাহকে দূর্যোগ হিসেবেই বিবেচনা করে মাঠে কাজ করছি। বিশেষ করে বৈশ্বিক উষ্ণায়ন সবাইকেই বিপদে ফেলে দিচ্ছে। আগেও যেমন সব সংকটে, সংগ্রামে রাবি ছাত্রলীগ সেচ্ছাসেবকরা ঝাঁপিয়ে পড়েছে। এখনও নিজ উদ্যোগে সাধারণ মানুষের পাশে কিছুটা হলেও প্রশান্তি দেওয়ার চেষ্টা করে আসছি।
অন্যান্যদের মধ্যে রাবি শাখা ছাত্রলীগের কর্মী শামসুল আরেফিন খান সানি বলেন, তীব্র তাপদাহে জনজীবন যখন অতিষ্ঠ তখন জনগণের মাঝে প্রশান্তি হিসেবে আমরা মুস্তাফিজুর রহমান বাবু ভাইয়ের নেতৃত্বে বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ করেছি। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও বাড়তে পারে। সেজন্য আগামী দিনগুলোতেও আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় রাবি শাখা ছাত্রলীগের বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
দীন ইসলাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়