রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মাসুদ কিবরিয়াকে সভাপতি ও পরমা মোস্তফাকে সাধারণ শাখা ছাত্র ইউনিয়নের ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
ঘোষিত সভাপতির বিরুদ্ধে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। কিন্তু সে বলছে হলে সীট পাওয়ার জন্য প্রথম বর্ষে ছাত্রলীগ করতো।
২৬ অক্টোবর (শনিবার) কমিটির দপ্তর সম্পাদক মুন হোসেন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয় ।
ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে মাসুদ কিবরিয়া বলেন, হ্যা আমি প্রথম বর্ষে হলে সিট পাওয়া জন ছাত্রলীগের মিছিল – মিটিং এ যেতাম। আমি ছাত্রলীগের পদধারী কোনো নেতা নয়। পরবর্তীতে যখন আমি রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে যায় তখম আমাকে হল থেকে বের করে দেয়।
তিনি আরও বলেন, বিগত বছরগুলো মানুষের মত প্রকাশের স্বাধীনতা ছিলো না। আমি চাই সবাই সবার মতামত স্বাধীনভাবে প্রকাশ করুক। বাম মতাদর্শ সকলের জন্য ছাত্র ইউনিয়নের দরজা খুলা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার বিকেল ৪টায় রাবি শাখা ছাত্র ইউনিয়নের সদ্য বিদায়ী সভাপতি শাকিলা খাতুনের সভাপতিত্বে ৩২তম কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যবিশিষ্ট নতুন এই কমিটি গঠন করা হয়। ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আলিফ মাহমুদ নবগঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান।
কমিটির বাকি সদস্যরা হলেন- সহসভাপতি মেহেদি হাসান, সহকারী সাধারণ সম্পাদক মুক্তাদির করিম কুয়াশা, সাংগঠনিক সম্পাদক তাওফিক ইসলাম, কোষাধ্যক্ষ মেহের, দপ্তর সম্পাদক মুন হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক লাবিব হক।