রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড আগামীকাল (৪ মার্চ) থেকে ডাউনলোড করা যাবে। মনোনীত শিক্ষার্থীরা তাদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার রোল, সাল এবং বোর্ড উল্লেখ করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
প্রাথমিকভাবে ৩ মার্চ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার কথা থাকলেও সিটপ্ল্যান সম্পন্ন না হওয়ায় তা একদিন পেছানো হয়েছে। তবে, সিটপ্ল্যান কাজ শেষ হলে আজ রাতেও অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যেতে পারে বলে জানিয়েছেন আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম।
তিনি জানান, রমজান মাসের শুরু হওয়ায় সিটপ্ল্যান সময়মতো সম্পন্ন করা সম্ভব হয়নি, তবে আজকের (৩ মার্চ) কাজ শেষ হলে রাতে অ্যাডমিট কার্ড দেওয়া যেতে পারে।
অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় নির্ধারিত সময়ের মধ্যে কোনো শিক্ষার্থী তা ডাউনলোড করতে ব্যর্থ হলে তাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে না। প্রতিটি ইউনিটের পরীক্ষা দেওয়ার জন্য দুটি অ্যাডমিট কার্ড দেওয়া হবে—একটিতে থাকবে ‘University Copy’ এবং অন্যটিতে ‘Candidate Copy’। কোনো শিক্ষার্থী যদি একাধিক ইউনিটে পরীক্ষা দেয়, তবে তাকে ওই অনুযায়ী আরও বেশি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে।
অ্যাডমিট কার্ডে এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের সিগনেচার হুবহু প্রদান করতে হবে। ভর্তি পরীক্ষার সময় সকল অ্যাডমিট কার্ড আনতে হবে, কারণ পরীক্ষার কক্ষে কর্তব্যরত শিক্ষক সিগনেচার দিয়ে ‘University Copy’ জমা নিবেন এবং ‘Candidate Copy’ ফেরত দেবেন। পরবর্তীতে ভর্তি পরীক্ষার সাক্ষাৎকার ও চূড়ান্ত ভর্তির সময় শিক্ষার্থীদের ‘Candidate Copy’ নিয়ে আসতে হবে।
ভর্তি পরীক্ষার সময়সূচী অনুযায়ী, ‘বি’ ইউনিট (বাণিজ্য) পরীক্ষা ১২ এপ্রিল, ‘এ’ ইউনিট (মানবিক) পরীক্ষা ১৯ এপ্রিল এবং ‘সি’ ইউনিট (বিজ্ঞান) পরীক্ষা ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা বহুনির্বাচনি পদ্ধতিতে ১০০ নম্বরে হবে, যাতে ৮০টি প্রশ্ন থাকবে এবং সময় হবে এক ঘণ্টা। প্রতি চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে। এসএসসি ও এইচএসসির প্রাপ্ত জিপিএ’র ওপর কোনো নম্বর থাকবে না।
এছাড়া, ভর্তি পরীক্ষার সব তথ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd) পাওয়া যাবে।