সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রাজধানী দামেস্ক বিদ্রোহীদের দখলের মুখে ত্যাগ করে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। তবে সেখানে পৌঁছানোর পর থেকে তার বা তার পরিবারের কোনো ছবি বা ভিডিও প্রকাশ করা হয়নি। সূত্রমতে, রাশিয়ায় আসাদ সম্মানজনক অবস্থান পাচ্ছেন না।
ক্রেমলিন জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আসাদের কোনো সাক্ষাতের পরিকল্পনা নেই। এদিকে, মস্কোতে অবস্থিত সিরীয় দূতাবাসের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে আসাদ রাশিয়ায় রয়েছেন। তবে তিনি দূতাবাসের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেননি। কর্মকর্তারা আরও জানান, তারা সিরিয়ার নতুন সরকারের নির্দেশনার অপেক্ষায় আছেন।
এ পরিস্থিতিতে রাশিয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিরিয়ার লাতাকিয়া ও টারতুসে তাদের সামরিক ঘাঁটির ভবিষ্যৎ। বিরোধী নেতারা রাশিয়ার সামরিক ঘাঁটি ও কূটনৈতিক মিশনের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার ইঙ্গিত দিলেও এর বাস্তবায়ন এখনো পরিষ্কার নয়।
আরএস