শুক্রবার (২২ মার্চ) রাতে রাশিয়ার রাজধানী মস্কোতে একটি কনসার্ট হলে অনুষ্ঠান চলাকালে হামলা চালিয়েছে একদল বন্দুকধারী। রুশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, যুদ্ধের পোশাক পরা হামলাকারীরা স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে কনসার্ট হলে উপস্থিত মানুষদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে। এ সময় বিস্ফোরকও ব্যবহার করেছে তারা।এ সময় গুলি ও বিস্ফোরণে অন্তত ৬০ জন নিহতসহ শতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে।
এই হামলায় পাঁচ বন্দুকধারী অংশগ্রহণ করেছে, তাদের মধ্যে তিনজন ছিল বেপরোয়া। তারা যুদ্ধের পোশাক ও স্বয়ংক্রিয় অস্ত্রে সজ্জিত ছিল। তারা দর্শকদের সমাবেশের দিকে অস্ত্র উঁচিয়ে গুলি করতে থাকে।
এদিকে হামলার পরপরই হতাহতের ঘটনায় দায় স্বীকার করে নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে পোস্ট দিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। যদিও এই দাবি যাচাই করা সম্ভব হয়নি।
কনসার্ট হলে হামলার পর মস্কোর ভনুকোভো আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানীর রেলওয়ে স্টেশনগুলোও বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া মস্কোর আকাশে টহল দিচ্ছে সামরিক হেলিকপ্টার।