রাশিয়ার একটি কারাগারে মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক জঙ্গী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কয়েকজন সদস্য দুই কারারক্ষীকে জিম্মি করে। পরে দেশটির বিশেষ বাহিনী জিম্মিদের উদ্ধারে বিশেষ অভিযান চালিয়ে ছয় জিম্মিকারীকে হত্যা করে।
রবিবার (১৬ জুন) দেশটির দক্ষিণাঞ্চলের রোস্তভ শহরের এক কারাগারে এই ঘটনা ঘটে বলে স্থানীয় গণমাধ্যমগুলোর বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।
সংস্থাটির প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিহতরা আন্তর্জাতিক জঙ্গী সংগঠন আইএসের সঙ্গে সংশ্লিষ্ট থাকার দায়ে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। চলতি বছরের মার্চে রাজধানী মস্কোর কনসার্ট হলে হামলার ঘটনার সঙ্গেও সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে জঙ্গিগোষ্ঠীটির বিরুদ্ধে। তবে ২০২২ সালে ককেশাস অঞ্চলের মুসলিম অধ্যুষিত রুশ প্রজাতন্ত্র কারাচে-চেরকেসিয়ার সুপ্রিম কোর্টে হামলার পরিকল্পনা করার অভিযোগে গ্রেপ্তারকৃতদের মধ্যে এই রোস্তভের হামলাকারীরা থাকতে পারে বলে উল্লেখ করেছে রুশ গণমাধ্যমগুলো।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস দেশটির পুলিশের নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানায়, সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ততার অপরাধে গ্রেপ্তার আইএস সদস্যদের আদালতে উপস্থিত করার সময় হঠাৎ তাদের কয়েকজনসহ ছয় আইএস জঙ্গী দুই কারারক্ষীকে জিম্মি করে। ছোট ছুরি, লাঠি এবং কুড়ালসহ তারা কারাগারের অভ্যন্তরে লুকিয়ে ছিল বলে জানা যায়। এ সময় এক জঙ্গী মাথায় আইএসের পতাকা ও কিছু আরবি অক্ষর সংবলিত কাপড় বা হেডব্যান্ড পরে ছিল।
জিম্মিকারীরা কারাগার হতে পালিয়ে যেতে একটি গাড়ির বিনিময়ে জিম্মিদের মুক্তি দিতে সমঝোতা করার চেষ্টা করছিল বলে জানায় আরেক রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।
এ বিষয়ে রাশিয়ার কারা বিভাগ এক বিবৃতিতে বলে, আইএসের অনির্দিষ্ট সংখ্যক বন্দী দুই কারারক্ষীকে জিম্মি করে তাদের মুক্তির জন্য আলোচনা শুরু করেছে। দেশটির বিশেষ বাহিনীর একটি দল জিম্মিদের উদ্ধারে অভিযান শুরুতে পদক্ষেপ নিলে সন্ত্রাসীরা তাদের ওপরও আক্রমণের চেষ্টা করে। পরে বিশেষ বাহিনীর অভিযানে জিম্মিকারী ছয় আইএস সদস্য নিহত হয়।
এ দিকে, এ ঘটনা নিয়ে টেলিগ্রাম চ্যানেল ‘১১২’-এ প্রকাশিত এক ভিডিওতে দেখা গিয়েছে, হামলাকারী ছয়জনের একজন ছুরি নিয়ে কারারক্ষীদের ওপর হামলা করে। পরে জেল থেকে বের হওয়ার জন্য কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা করার চেষ্টা চালায় তারা। এ অবস্থায় রাশিয়ার বিশেষ বাহিনী কারাগারে অভিযান শুরু করে। সে সময় ভিডিওটিতে স্বয়ংক্রিয় গুলির আওয়াজ হতে শোনা যায়। তা ছাড়া, ভিডিওটিতে নিহত ছয়জনের মরদেহ হতে রক্ত ঝরার দৃশ্যও নজরে আসে।
প্রসঙ্গত, চলতি বছরের ২২ মার্চ মস্কোর কাছে ‘ক্রোকাস সিটি’ নামক এক কনসার্ট হলে বন্দুকধারীদের হামলায় অন্তত ১৪৪ জন প্রাণ হারান। গত ২০ বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী এই হামলায় আহত হন আরও শতাধিক সাধারণ নাগরিক। পরে এ হামলার দায় স্বীকার করে ইরাক ও সিরিয়ার দুর্ধর্ষ জঙ্গীগোষ্ঠী আইএস।
পরে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০ জনের বেশি লোককে গ্রেপ্তার করে দেশটির নিরাপত্তা বাহিনী। এদের মধ্যে সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র তাজিকিস্তান থেকে আসা চারজন সন্দেহভাজন হামলাকারীও রয়েছে।
রুশ সরকারের পরিসংখ্যান মোতাবেক বিগত এক দশকে আইএসের হয়ে যুদ্ধ করতে সাড়ে চার হাজারেরও বেশি রুশ নাগরিক ইরাক ও সিরিয়ায় গিয়েছেন। যাদের মধ্যে বেশিরভাগই দেশটির মুসলিম অধ্যুষিত ককেশাস অঞ্চলের বাসিন্দা।