রাশিয়ায় মানবপাচারকারী চক্রের মূলহোতা তামান্না জেরিনকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রাশিয়ায় মানবপাচারকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) নেপালে পালানোর উদ্দেশে বিমানবন্দরে অবস্থানকালে তাকে গ্রেপ্তার করা হয়।
তামান্না জেরিনের নামে বনানী থানায় একটি মামলা রয়েছে, যেখানে অভিযোগ রয়েছে যে, তিনি মানবপাচারের মাধ্যমে রাশিয়ার হয়ে ইউক্রেনের বিপক্ষে যুদ্ধে লোকজন পাঠাতেন। তামান্নার পাঠানো একাধিক ব্যক্তি রাশিয়ার সেনাবাহিনীতে যোগদান করে, যার মধ্যে একজন ইউক্রেনের ড্রোন হামলায় প্রাণ হারান।
গত বছরের ২৮ অক্টোবর, নাটোরের সিংড়া উপজেলার হুমায়ুন কবির ও তার দুলাভাই রহমত আলীকে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে রাশিয়া পাঠানোর পর তারা দালালদের প্রতারণার শিকার হন। রাশিয়ায় পৌঁছানোর পর তাদের রুশ সেনাবাহিনীর কাছে বিক্রি করা হয়, এবং সেখানে তারা বাধ্য হয়ে যুদ্ধে অংশগ্রহণ করতে থাকেন। হুমায়ুন কবির পরে ইউক্রেনের ড্রোন হামলায় মারা যান, আর রহমত আলী এখন রুশ সেনাবাহিনীর ক্যাম্পে বন্দি রয়েছেন।
এ ঘটনার পর বাংলাদেশ আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি বাড়ায় এবং অবশেষে তামান্না জেরিন গ্রেপ্তার হন।