যুক্তরাষ্ট্র রাশিয়ার জ্বালানি খাতের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন অর্থমন্ত্রণালয় রাশিয়ার তেল উৎপাদক কোম্পানি গ্যাজপ্রোম নেফট এবং সার্গুটনেফতেগাসের পাশাপাশি ১৮৩টি জাহাজের ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে।

শুক্রবার (১২ জানুয়ারি) এ নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয় বলে জানিয়েছে রয়টার্স।

এই নতুন নিষেধাজ্ঞার কারণে রাশিয়া থেকে তেলের প্রধান ক্রেতা ভারত ও চীনের আমদানি ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। চীনের বাণিজ্য সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নিষেধাজ্ঞার ফলে রাশিয়া থেকে তেল আমদানি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে পারে।

২০২২ সালে পশ্চিমা নিষেধাজ্ঞার পর রাশিয়া ইউরোপের বাজার ছেড়ে এশিয়ার দিকে ব্যবসা বাড়ায়। তবে নতুন নিষেধাজ্ঞার ফলে চীন ও ভারতের তেল পরিশোধন কোম্পানিগুলোকে মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং আমেরিকার বাজার থেকে তেল সংগ্রহ করতে হবে, যা তাদের জন্য বেশি ব্যয়সাপেক্ষ হবে।

সিঙ্গাপুরের একজন ব্যবসায়ী জানান, গত ১২ মাসে চীনে প্রতিদিন প্রায় ৯ লাখ ব্যারেল রুশ অপরিশোধিত তেল সরবরাহ করা হয়েছে। তবে নিষেধাজ্ঞার কারণে এই সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে আসবে। ভারতের ক্ষেত্রে, ২০২২ সালের প্রথম ১১ মাসে রাশিয়া থেকে অপরিশোধিত তেলের আমদানি বেড়ে দৈনিক ১.৭৬৫ মিলিয়ন ব্যারেল হয়, যা ভারতের মোট আমদানির ৩৬ শতাংশ।

নিষেধাজ্ঞার ফলে ভারতকে বিকল্প উৎস থেকে তেল সংগ্রহ করতে হলে অতিরিক্ত খরচ গুণতে হবে বলে জানিয়েছেন দেশটির তেল পরিশোধন কর্মকর্তারা।

আরইউএস//বিএন

Loading