Home » news » রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে অগ্রাধিকার দেওয়া হবে: ট্রাম্প
আগামী জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে অগ্রাধিকার দেওয়া হবে বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) নির্বাচনে জয় লাভের পর ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় দেয়া সংক্ষিপ্ত এক ভাষণে এমন মন্তব্য করেন বলে জানিয়েছে বিবিসি।
এসময় ট্রাম্প সমর্থকদের উদ্দেশ্যে বলেন, তার অন্যান্য অগ্রাধিকারগুলো মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্য, দুর্নীতিগ্রস্ত, ভাঙা, ব্যর্থ আমলাতন্ত্রকে সাজানো এবং শিশুদের ওপর যৌন নির্যাতন বন্ধ করা। ট্রাম্প বলেন, কেউ জানত না যে আমরা এভাবে জিতব। এটি একটি বড় বিজয় ছিল।
আর্জেন্টাইন প্রেসিডেন্ট জাভিয়ের মাইলি এবং হাউস স্পিকার মাইক জনসনসহ সেখানে উপস্থিত সবাইকে ধন্যবাদও জানান এই রিপাবলিকান।
আরএস