শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেনি কুবি শিক্ষক সমিতি। বিগত বছরগুলোতে জাতীয় দিবসগুলোতে শিক্ষক সমিতি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে দেখা গেলেও এ বছর তাদের ফুল দিতে দেখা যায়নি।
জাতীয় দিবসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ না করা নিয়ে বেশ কয়েকজন শিক্ষক ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে, জাতীয় দিবসে শহীদদের প্রতি সম্মান জানানো একটি নৈতিক দায়িত্ব। জাতীয় দিবসে পুষ্পস্তবক অর্পণ না করা কেবল দায়িত্বহীনতারই নয়, বরং এটি শহীদদের প্রতি অশ্রদ্ধার শামিল।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, “জাতীয় দিবসে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফুল দেয়নি, এটা এক ধরনের রাষ্ট্রীয় অবমাননা। এটি আমাকে খুব ব্যতীত করেছে।”
এই বছর পুষ্পস্তবক অর্পণ না করার ব্যাপারে শিক্ষক সমিতির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ও সিএসসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহমুদুল হাছান বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে একটা ব্যানারেই ফুল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে তাই আমরা আলাদা করে আর ফুল দেইনি। তাছাড়া যেহেতু বিশ্ববিদ্যালয়ের সকল সংগঠনের কার্যক্রম বন্ধ তাই আরকি দেওয়া হয়নি।”
বিশ্ববিদ্যালয়ের সকল সংগঠনের কার্যক্রম বন্ধ বলতে রাজনৈতিক সংগঠনের কার্যক্রম বন্ধ কিন্তু শিক্ষক সমিতি ত একটা পেশাজীবি সংগঠন। এর প্রেক্ষিতে তিনি বলেন, “আসলে এই বিষয়গুলো নিয়ে নতুন করে কোনো কথা হোক আমরা সেটা চাইনি তাই আরকি আলাদা ব্যানারে ফুল দেওয়া হয়নি।”
এ বিষয়ে শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, “দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে আমরা এ বছর পুষ্পস্তবক অর্পণ করিনি।”
এ বিষয়ে জানতে শিক্ষক সমিতির সভাপতি পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবু তাহেরের সঙ্গে ফোনকলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।