বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মন্তব্যকে মিথ্যা, বিভ্রান্তিকর এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে অভিহিত করেছেন দলটির সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান।
রোববার (২৯ ডিসেম্বর) এক বিবৃতিতে রফিকুল ইসলাম বলেন, “রিজভীর বক্তব্য সম্পূর্ণ বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। বিএনপি নেতা এমন মন্তব্য করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।”
তিনি আরও বলেন, “রিজভী অভিযোগ করেছেন, ৫ আগস্টের পর একটি রাজনৈতিক দল আত্মসমর্পণ করেছে। তিনি যে রগ কাটা ও ঘোলা পানিতে মাছ শিকারের কথা বলেন, তা জনগণ বহু আগেই প্রত্যাখ্যান করেছে। রিজভী এই ধরনের বক্তব্য দিয়ে কী অর্জন করতে চান, তা জনগণের কাছে পরিষ্কার নয়।”
মাওলানা রফিকুল আরও বলেন, “জামায়াত কখনো রগ কাটা বা ঘোলা পানিতে মাছ শিকারের রাজনীতি করেনি। ইসলামের আদর্শের ভিত্তিতে রাজনীতি করে জামায়াত। মোনাফেকির অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। জামায়াত দেশের মানুষের অধিকার, আইনের শাসন, ন্যায়বিচার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করেছে।”
রিজভীর বক্তব্যের জবাবে তিনি বলেন, “২০১৮ সালে প্রতিষ্ঠিত জোটকে এড়িয়ে ভিন্ন মতের সঙ্গে ঐক্য গড়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছিল বিএনপি। সেটি কি জাতির সঙ্গে প্রতারণা নয়? জনগণ সেই ঘটনা ভুলে যায়নি।”
রিজভীর বক্তব্যে বিস্ময় প্রকাশ করে রফিকুল বলেন, “ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের বিষয়ে জামায়াতের বিরুদ্ধে অভিযোগ তোলার আগে রিজভীর নিজের দলীয় ইতিহাস পর্যালোচনা করা উচিত। জনগণ জানে কারা ভারত সফর করে তাদের সাথে সখ্যতা গড়ার চেষ্টা করেছে।”
তিনি বলেন, “জামায়াতে ইসলামী বরাবরই ভারতের আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে। জাতি জামায়াতের এই ভূমিকাকে স্বীকৃতি দেওয়ায় রিজভী সাহেবের গাত্রদাহ হচ্ছে। এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য ও অপপ্রচারের রাজনীতি থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই।”
আরইউএস