ইনস্টাগ্রাম তার রিলসের দৈর্ঘ্য বাড়িয়েছে, যা টিকটক ব্যবহারকারীদের আকৃষ্ট করতে নতুন সুবিধা হিসেবে চালু করা হয়েছে। এখন থেকে ব্যবহারকারীরা সর্বোচ্চ ৩ মিনিটের রিলস তৈরি করতে পারবেন, যা পর্যায়ক্রমে সব দেশের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হবে।
ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানান, “কনটেন্ট নির্মাতারা বলেছেন, ৯০ সেকেন্ড তাদের জন্য যথেষ্ট নয়। আমরা আশা করছি, সময়সীমা বাড়ানোর ফলে তারা আরও গভীরভাবে গল্প বলতে পারবেন।”
এছাড়া, ইনস্টাগ্রামের প্রোফাইলে আনা হয়েছে নতুন নকশা। পুরনো বর্গাকার গ্রিডের বদলে এখন থেকে আয়তাকার বিন্যাস দেখা যাবে। মোসেরি জানান, বেশিরভাগ ব্যবহারকারী উল্লম্ব (ভার্টিক্যাল) ফরম্যাটে কনটেন্ট আপলোড করেন, কিন্তু বর্গাকার গ্রিডে কনটেন্টের অনেক অংশ কেটে যেত। নতুন আয়তাকার গ্রিড কনটেন্ট দেখার অভিজ্ঞতা উন্নত করবে।
ইউটিউবও তাদের শর্টস ভিডিওর সময়সীমা বাড়িয়ে ৩ মিনিট করেছে, এবার ইনস্টাগ্রামও একই পদক্ষেপ নিল।
তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস