রুশ সেনাবাহিনীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে ১২ জন ভারতীয় ইউক্রেনীয় বাহিনীর হাতে নিহত হয়েছেন, এবং আরও ১৬ জন নিখোঁজ রয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে শুক্রবার (১৭ জানুয়ারি) এ তথ্য জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল জানিয়েছেন, রাশিয়ার পক্ষে যুদ্ধে অংশ নেওয়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার বিষয়ে রুশ সরকারের সঙ্গে আলোচনা চলছে। এখন পর্যন্ত রুশ সশস্ত্র বাহিনীতে ১২৬ জন ভারতীয় কাজ করেছেন বলে জানা গেছে। এর মধ্যে ৯৬ জনকে রুশ বাহিনী ছেড়ে দিয়েছে এবং তারা দেশে ফিরে এসেছেন। তবে এখনও রুশ সেনাবাহিনীতে ১৮ জন ভারতীয় রয়েছেন, যাদের মধ্যে ১৬ জনের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
সম্প্রতি কেরালার এক ভারতীয় যুবক ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে যুদ্ধে নিহত হন। এই ঘটনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। নয়াদিল্লি রুশ সরকারকে ভারতীয়দের রাশিয়ার হয়ে যুদ্ধে অংশগ্রহণের বিষয়টি জানিয়ে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছে।
আরইউএস