ভারতের বিহারের পশ্চিম চ্যাম্পারান জেলায় রেললাইনে বসে পাবজি খেলার সময় ট্রেনের নিচে কাটা পড়ে তিন কিশোর মারা গেছে। নিহতরা হলেন ফুরকান আলম, সমীর আলম এবং হাবিবুল্লাহ আনসারি।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) এই দুর্ঘটনা ঘটে বলে এনডিটিভি জানিয়েছে।
পুলিশের মতে, তিন কিশোরই রেললাইনের পাশে থাকা বস্তি এলাকার বাসিন্দা। তারা রেললাইনের মাঝখানে বসে খেলায় মগ্ন ছিল। কানে হেডফোন থাকায় ট্রেনের শব্দ তারা শুনতে পায়নি। ট্রেন একেবারে কাছে চলে আসার পর পালানোর সুযোগ না থাকায় তারা দুর্ঘটনার শিকার হয়।
দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন এবং বাড়িতে নিয়ে যান। পরে রেলপুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যালোচনা করে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা বিবেক দীপ জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে এবং পরিবারের সদস্যদের বক্তব্য রেকর্ড করা হবে। এই দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি তদন্ত করে দেখা হবে।
আরএস//বিএন