রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর হল ছেড়েছেন আবাসিক শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকেই হল ছাড়তে শুরু করে আবাসিক শিক্ষার্থীরা।
এর আগে, গতকাল মঙ্গলবার কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে আবু সাঈদ নামে ইংরেজি বিভাগের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে বুধবার(১৭ জুলাই) দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
আজ সকালে সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শহীদ মুখতার ইলাহি হল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে যাচ্ছেন। কেউ রিকশা, আবার কেউ বাসের জন্য অপেক্ষা করছেন। তবে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়, মর্ডান মোড় ও শহরের গুরুত্বপূর্ণ মোড় গুলোতে পুলিশ সতর্ক অবস্থান লক্ষ করা গেছে।