রোটারেক্ট ক্লাব অফ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আয়োজনে নজরুল বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে “উইমেন ইম্পাওয়ার এক্সপো”।
গতকাল ১০ই মার্চ (রবিবার) নজরুল বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মুক্তমঞ্চে নারী উদ্যোক্তাদের নিয়ে “উইমেন ইম্পাওয়ার এক্সপো” উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়। এ সময় মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশন অনুষদের ডিন অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান ও ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মাশকুরা রহমান।
উদ্যোক্তা মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ৭ আসনের বর্তমান সংসদ সদস্য এ বি এম আনিসুজ্জামান এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হুমায়ুন কবির, ডীন ড. উজ্জ্বল কুমার প্রধান, বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর সঞ্জয় মুখার্জি সহ ক্লাবের সম্মানিত উপদেষ্টামন্ডলী এবং শিক্ষকবৃন্দ ।
মেলায় অংশগ্রহণ করেছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী উদ্যোক্তা এবং ময়মনসিংহের বিভিন্ন অঙ্গনের সফল নারী এবং নারী উদ্যোক্তারা। উদ্যোক্তাদের জন্য মেলায় তাদের পন্য প্রদর্শনের জন্য স্টল বসানো হয়। দিনব্যাপী এই উদ্যোক্তা মেলায় আরো অংশগ্রহণ করেন নজরুল বিশ্ববিদ্যালয়ের কর্মরত নারী শিক্ষিকা ও বিভিন্ন অঙ্গনের সফল নারীরা। অনুষ্ঠানের মাধ্যমে আমন্ত্রিত উদ্যোক্তাদের দেয়া হয় সম্মাননা।
পাশাপাশি নারী উদ্যোক্তারা স্মৃতিচারণ করেন ব্যাবসায় নিয়ে তাদের সংগ্ৰাম ও অগ্ৰগতি।
‘বেস্ট ইম্পাওয়ার্ড ওমেন’ হিসেবে দোলনচাঁপা হলের প্রভোস্ট মাশকুরা রহমান রিদমকে সম্মাননা দেয়া হয় ক্লাবটির পক্ষ থেকে। সন্ধ্যায় উদ্যোক্তাদের সার্টিফিকেট প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এসময় উপস্থিত ছিলেন প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মেহেদী উল্লাহ ও সহকারী প্রক্টর মো. সাইফুল ইসলাম এবং অগ্নিবীণা হলের প্রভোস্ট কল্যানাংশু নাহা।
ক্লাবটির সভাপতি সামিয়া জামান জানান, ‘বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক কিছু করবার পরিকল্পনা, এই সংগঠনের দায়িত্ব পাওয়ার একদম শুরু থেকেই ছিল। তাই নারী দিবসের এই উপলক্ষটিকে কাজে লাগিয়ে আমাদের এই পরিকল্পনা। যার উদ্দেশ্য ছিল নারী শিক্ষার্থীদের উদ্যমী চেতনাকে অনুপ্রাণিত করে স্বাবলম্বী হবার প্রয়াসে প্রেরণা যোগানো। আমরা চেষ্টা করেছি, এবং নারী উদ্যোক্তাদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছি। এতেই আমরা সন্তুষ্ট। এরকম প্রোগ্রাম আরো হোক এটাই প্রত্যাশা।’
উল্লেখ্য, উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত এই মেলায় টাইটেল স্পন্সর হিসেবে ছিলেন ‘এসিআই ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন’।
রিভা সুলতানা,
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।