রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিন দফা প্রস্তাব পেশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
নিউয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের অধিবেশন চলাকালে রোহিঙ্গা ইস্যুতে সাইড লাইন বৈঠকে বসেন বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। সেই বৈঠকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় রাজনৈতিক সমাধানসহ তিনটি প্রস্তাব দেন তিনি।
ড. ইউনুস বলেন,
“রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ ও জাতিসংঘের পরিচালনায় চলমান যৌথ সাড়াদান প্রকল্পকে (জয়েন্ট রেসপন্স প্ল্যান- জেআরপি) বেগবান করতে হবে। জেআরপিতে প্রয়োজনীয় তহবিল জোগারের জন্য রাজনৈতিক স্বদিচ্ছা বাড়াতে হবে। রোহিঙ্গা সম্প্রদায়ের বিরুদ্ধে গণহত্যার মতো অপরাধের বিচার ও জবাবদিহিতায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন নিশ্চিত করতে হবে।”