মার্কিন কংগ্রেসের এক প্যানেল ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং (র)-এর ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে।
ভারতের সংখ্যালঘুদের ওপর নির্যাতন এবং শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাদের হত্যা পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে এই সুপারিশ করা হয়েছে।
শিখ নেতাদের হত্যাচেষ্টার অভিযোগ
মঙ্গলবার (২৫ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সাল থেকে যুক্তরাষ্ট্র ও কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাদের লক্ষ্যবস্তু করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে।
এরই মধ্যে র-এর সাবেক কর্মকর্তা বিকাশ যাদবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে এক শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাকে হত্যাচেষ্টা চালানোর অভিযোগ আনা হয়েছে।
ভিয়েতনামের ওপরও নজরদারি
মার্কিন প্যানেলের প্রতিবেদনে আরও বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামও ধর্মীয় বিষয়গুলো নিয়ন্ত্রণের চেষ্টা বাড়িয়েছে। যার ফলে দেশটিকে “বিশেষ উদ্বেগের দেশ” হিসেবে তালিকাভুক্ত করার সুপারিশ করা হয়েছে।
এই নিষেধাজ্ঞার সুপারিশ বাস্তবায়িত হলে ভারত-মার্কিন সম্পর্কের ওপর তা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও ট্রাম্প এবং মোদির সম্পর্ক শুরু থেকেই মিত্রভাবাপন্ন ছিল বলে মত বিশ্লেষকদের।
আরইউএস