ডিবি হেফাজত থেকে মুক্তির পরই লড়াই চালিয়ে যাওয়ার ঘোষনা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের অন্যতম সদস্য সারজিস আলম।
আজ(২আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কেন্দ্রীয় সমন্বয়কদের ডিবি হেফাজতে নেওয়া ও কোটা আন্দোলনে সংঘটিত সহিংসতার কারনে চলমান গণগ্রেফতারের ঘটনা উল্লেখ করে আজ একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন সারজিস।
আন্দোলনের সাথে জড়িত কোনো শিক্ষার্থীকে গ্রেফতার করা হবে না বলে আশ্বস্ত করা হলেও কথা রাখা হয়নি। যারা কোটা সংস্কার আন্দোলনের সাথে ছিলো তারা কেউই শান্তিতে ঘুমাতে পারছে না বরং ভীত সন্ত্রস্ত হয়ে থাকতে হচ্ছে সর্বক্ষন।গণগ্রেফতার ও নির্যাতন করা হচ্ছে শিক্ষার্থীদের বলে মন্তব্য করেন সারজিস আলম।ডিবি হেফাজতে আটকে রাখা নিয়ে তিনি বলেছেন “ডিবি হেফাজতে নিয়ে ছয়জনকে আটকে রাখা যায়,কিন্তু বাংলাদেশের পুরো তরুন প্রজন্মকে কিভাবে আটকে রাখবেন?”
বাংলাদেশ যতদিন পযন্ত না আন্দোলনকারীদের জন্য নিরাপদ স্থান হচ্ছে,যতদিন না জুলুম,নির্যাতন বন্ধ হচ্ছে ততদিন আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা এসেছে সারজিস আলমের ফেসবুক স্টেটাসে।জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ হোসেনের রিমান্ড সম্পর্কেও তার ফেসবুক স্টেটাসে বলেছেন সারজিস আলম।আন্দোলনের অন্যতম সদস্য মাশরুরের ভাইকে পুলিশ আটক করার ঘটনাও উঠে এসেছে তার পোস্টে।পুলিশদের উপর দেশের মানুষের কোনো অভিযোগ নেই,বরং পুলিশের পোষাকের কারনেই সকল ক্ষোভ।পুলিশ যদি তাদের পোষাক ছেড়ে আসলে বুকে টেনে নেওয়া হবে বলে মন্তব্য করেছেন তিনি।
প্রসঙ্গত,কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার প্রেক্ষিতে ২৭ জুলাই সারজিস আলম, হাসানাত আব্দুল্লাহ সহ ছয়জন সমন্বয়ককে ডিবি হেফাজতে নেওয়া হয়েছিলো।ডিবি হেফাজতে থেকেই একটি ভিডিও বার্তার মাধ্যমে আন্দোলন প্রত্যাহারের ঘোষনা দিয়েছিলেন তারা।অন্যদিকে সাধারণ শিক্ষার্থীরা এই ঘোষনা অস্বীকার করে আন্দোলন চালিয়ে যায়।